English

গোপনীয়তার নীতি

এখানে বর্ণিত গোপনীয়তার নীতি (সমগ্র লেখাজুড়ে "গোপনীয়তার নীতি" বা এই "চুক্তি" হিসাবে ব্যবহৃত হয়েছে) আপনার ("ব্যবহারকারী" বা "গেট-এইড লি. গ্রাহক" বা "ইয়োর ক্যাম্পাস গ্রাহক") এবং গেট-এইড লি. (সমগ্র লেখাজুড়ে "গেট-এইড লি." বা "ইয়োর ক্যাম্পাস" হিসাবে উল্লেখকৃত) এর সঙ্গে চুক্তির পরিপূরক যা গ্রাহক কেওয়াইসি-তে (আপনার গ্রাহককে জানুন) অন্তর্ভুক্ত শর্তাবলির অনুরূপ। গেট-এইড লি.-এর “ইয়োর ক্যাম্পাস” অ্যাপ ব্যবহারের জন্য আপনাকে গেট-এইড লি.-এর গোপনীয়তার নীতিতে সম্মত হওয়া আবশ্যক। গেট-এইড লি. ব্যবহারকারীকে কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যে-কোনোসময় বিদ্যমান গোপনীয়তার নীতি সংশোধন, পরিমার্জন, পরিবর্ধনের অধিকার সংরক্ষণ করে। গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের কোনো সেবা গ্রহণের পূর্বে আপনাকে নিম্নবর্ণিত গোপনীয়তার নীতিতে সম্মত হতে হবে। নিম্নোক্ত গোপনীয়তার নীতির সঙ্গে সম্মত না হয়ে ইয়োর ক্যাম্পাস অ্যাপ ব্যবহার করলে গেট-এইড লি. আপনার অ্যাকাউন্ট স্থগিত করতে পারে এবং অপব্যবহারের কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাস-এর সেবা গ্রহণের আগে অনুগ্রহ করে গোপনীয়তার নীতি যথাযথভাবে পড়ুন।

দায়িত্ব

গেট-এইড লি.-এর আয়ত্তাধীন ”ইয়োর ক্যাম্পাস” অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে ইয়োর ক্যাম্পাাস অ্যাপে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীগণ মোবাইল নম্বর, প্রাতিষ্ঠানিক আইডি নম্বর ও পিন নম্বর সেট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে-কোনো গ্রাহকের পিন, পাসওয়ার্ড বা ওটিপির বিপরীতে থাকা অ্যাকাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য সংশ্লিষ্ট গ্রাহক এককভাবে দায়ী থাকবেন, এবং উক্ত কার্যকলাপের জন্য গ্রাহক নিজেই অ্যাপ ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হবে। গ্রাহক কেবলমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ব্যবহার করে যে-কোনো বাণিজ্যিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রাহকের পিন, পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে অন্য কারো উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপের কারণে গ্রাহক কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে তার জন্য ইয়োর ক্যাম্পাস বা গেট-এইড লি. দায়ী থাকবে না।

পিন এবং ওটিপির নিরাপত্তা নিশ্চিতকরণ

অ্যাকাউন্টের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার জন্য পিন, পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহারে গ্রাহক এককভাবে এবং ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেবেন। গ্রাহক তার অ্যাকাউন্টের পিন, পাসওয়ার্ড বা ওটিপি অন্য কারো সঙ্গে কোনোক্রমেই শেয়ার করবেন না। পিন, পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করে সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে বলে মনে হলে গ্রাহক তৎক্ষণাৎ পিন, পাসওয়ার্ড পরিবর্তন করবেন। গ্রাহক পিন, পাসওয়ার্ড ভুলে গেলে বা পরিবর্তন করতে চাইলে গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের নীতিমালা মেনে তা করতে পারবেন। অনুমোদিত সংখ্যার চাইতে বেশিবার ভুল পিন, পাসওয়ার্ড প্রদান করলে কাস্টমার সেবায় কল না করা পর্যন্ত গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকবে।

ভুল

যে-কোনো লেনদেন, ভুল বা অসৎ উদ্দেশ্যে গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের ক্ষেত্রে গ্রাহক এককভাবে ও ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

সম্মতি

গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের সেবা গ্রহণের ক্ষেত্রে আপনি সম্মতি প্রদান করছেন যে, আপনি দেশের বিদ্যমান সকল নীতিমালা ও আইন মেনে চলবেন। আপনি আরও সম্মতি প্রদান করছেন যে, কোনো অবৈধ বা অনৈতিক কাজের উদ্দেশ্যে অ্যাপের অপব্যবহার করবেন না। আপনি সম্মতি প্রদান করেন যে, আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে বা নৈতিকতার বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবেন না। আপনি ভাইরাস প্রোগ্রাম অথবা অন্য কোনোকিছুর দ্বারা গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের কোনো প্রযুক্তিগত সম্পদের ক্ষতিসাধন করবেন না। এছাড়া আপনি অসৎ উদ্দেশ্যে অ্যাপ প্রোফাইলে বা ওয়েবসাইটে ভুল তথ্য বা ছবি প্রদান করবেন না এবং সন্দেহজনক কিংবা অবৈধ লেনদেনে জড়িত হবেন না।

অনুমোদন ও বিধিনিষেধ

গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাস শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে সেবা গ্রহণের অনুমতি প্রদান করে। একই ধরনের বা একই বৈশিষ্ট্য, কার্যক্রম, ডিজাইন সংবলিত প্রতিদন্দ্বী পণ্য বা সেবা উদ্ভাবনের জন্য অ্যাপের বিপরীত প্রকৌশল গ্রহণ করতে পারবেন না।

কপিরাইট

গেট-এইড লি. বা ইয়োর ক্যাম্পাসের অ্যাপ, ওয়েবসাইটের কোড, লেখা, ডিজাইন, লোগো, ছবি, অডিয়ো ক্লিপ, ভিডিয়ো, তথ্য বা সফটওয়্যার গেট-এইড লি.-এর নিজস্ব সম্পত্তি যা বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত।

মেধাস্বত্ত্ব

গেট-এইড লি.-এর নাম, লোগো এবং অ্যাপ গেট-এইড লি.-এর বুদ্ধিভিত্তিক সম্পত্তি। অ্যাপ বলতে অ্যাপের যে-কোনো অংশ, কার্যপ্রক্রিয়া, ও ডিজাইন অন্তর্ভুক্ত হবে।

সীমাবদ্ধতা

ইন্টারনেট সংযোগ, ডিভাইস, সেবা বা অ্যাপের সীমাবদ্ধতার কারণে অ্যাপের সেবায় বিলম্ব হতে পারে, এজাতীয় কারণে উদ্ভূত সমস্যার জন্য গেট-এইড লি. দায়ী নয়।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা

আপনি সম্মত হচ্ছেন যে, আপনাকে এককভাবে চিহ্নিত করার জন্য গেট-এইড লি. আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে। গেট-এইড লি.-কে প্রদত্ত আপনার নাম, মোবাইল নম্বর, ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, ড্রাইভিং লাইসেন্সের কপি ও নম্বর, পাসপোর্টের কপি ও নম্বর, ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ, ই-মেইল, এবং আপনাকে শনাক্ত করতে সক্ষম এমন যে-কোনো তথ্য ব্যক্তিগত তথ্য বলে বিবেচিত হবে। গেট-এইড লি. আপনার লেনদেনসহ সকল ব্যক্তিগত তথ্যের কঠোর গোপনীয়তা নিশ্চিত করবে। গেট-এইড লি. আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয়পক্ষের নিকট সরবরাহ করবে না। গেট-এইড লি. তার ই-কমার্স সেবার ডেলিভারির উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর তৃতীয়পক্ষের বিক্রেতার নিকট হস্তান্তর করতে পারে। আপনাকে আরও উন্নত ও নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে আপনার ব্যবহারসংক্রান্ত তথ্য গেট-এইড লি. ব্যবহার করতে পারে বা তৃতীয়পক্ষের নিকট সরবরাহ করতে পারে। আপনি স্বীকার করেন যে, গেট-এইড লি. আপনার অ্যাকাউন্টের ব্যবহারসংবলিত তথ্য পর্যবেক্ষণ করতে পারে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ যেসব নিয়ন্ত্রক, আদালত বা সরকারি কর্তৃপক্ষকে গেট-এইড লি. তথ্য সরবরাহ করতে আইনগতভাবে দায়বদ্ধ, সেসব পক্ষের কাছে আপনার ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে পারে।

অনুমতি

গেট-এইড লি.-এর সকল সেবা ও সুবিধা প্রদানের সুবিধার্থে গেট-এইড লি.-এর আপনার মোবাইলের ক্যামেরা, ছবি, ফোন নম্বর, এসএমএস, জিপিএস লোকেশনসংক্রান্ত তথ্যের অনুমতি প্রয়োজন হতে পারে। আপনার ফোনের জিপিএস লোকেশনের অনুমতি দিয়ে আপনি গেট-এইড লি.-কে আপনার জন্য বিশেষ অফার শেয়ার করার অনুমতি প্রদান করছেন। আপনি যদি জিপিএস লোকেশনের অনুমতি প্রদান না করেন সেক্ষেত্রে গেট-এইড লি. আপনার সঙ্গে সবার জন্য প্রযোজ্য অফারগুলো শেয়ার করবে।

ক্ষতিপূরণ

অ্যাপ ব্যবহারের জন্য গোপনীয়তার নীতিতে সম্মতির মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, আপনার অযাচিত ব্যবহারের কারণে উদ্ভূত কোনো ক্ষতির জন্য গেট-এইড লি.-কে দায়ী করবেন না।

অন্যান্য অধিকার ও সীমাবদ্ধতা

গেট-এইড লি.-এর কোনো অ্যাপের সোর্স কোড বের করার জন্য অ্যাপের কোনো অংশের বিপরীত প্রকৌশল, পরিমার্জন বা পরিবর্ধন করতে পারবেন না বা এ-ব্যাপারে অন্যকে সহযোগিতা করতে পারবেন না। এজাতীয় কোনো কার্যক্রম শনাক্ত হলে গেট-এইড লি. আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

নিরাপত্তা

গেট-এইড লি. তার অ্যাপের নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে প্রযুক্তির বৈশিষ্ট্যগত কারণে কিছু নিয়ন্ত্রণহীন নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান। অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আপনি সেসব নিরাপত্তা ঝুঁকির অস্তিত্ব স্বীকার করেন। অ্যাপে গোপনীয়তার নীতিতে সম্মত হওয়ার মাধ্যমে ’আপনি পুরো গোপনীয়তার নীতি পড়েছেন ও বুঝেছেন’ বলে বিবেচিত হবে।